স্টাফ রিপোর্টার ঃ বেসরকারী উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২০২৭ কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) সকালে জেলা শহরের হাউজিং এলাকায় এন-রাশ প্রধান কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সংস্থার সভাপতি কবি ফারুখ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থার সাবেক সভাপতি ও সমাজসেবক মো. আবদুর রহিম।
এসময় নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাশেম সংস্থার বার্ষিক প্রতিবেদন তুলে ধরে আগামী অর্থ বছরের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন।
সভায় অন্যান্যের মধ্যে সংস্থার সহসভাপতি দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম হারুন, সংস্থার কোষাধ্যক্ষ আকলিমা বেগম বক্তব্য রাখেন।
সভা শেষে নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) ২০২৪-২০২৭ কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও এনজিও কর্মী আনোয়ার হোসেন।
৭টি পদের নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন কবি ফারুক আহম্মদ, সহ-সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, কোষাধ্যক্ষ আকলিমা বেগম, নির্বাহী সদস্য ফাতেমা বেগম, মো: ইকবাল হোসেন, সাহাদাত হোসেন।
নির্বাচন শেষে নতুন নেতৃবৃন্দকে বরণ করে নেন নোয়াখালী রুরাল এ্যাকশান সোসাইটির (এন-রাশ) সদস্যরা।
নির্বাচন চলাকালীন সময়ে এন-রাশ এর সাধারণ সদস্য, জেলায় কর্মরত সাংবাদিক, শিক্ষক ও সমাজ কর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page