স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীতে জুলাই-আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলা জাতীয়তাবাদী ওলামাদলের দোয়ার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বাদ মাগরিব জেলা জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নোয়াখালী জেলা আহŸায়ক মাওলানা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা মোঃ ফয়েজউল্যার সঞ্চালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক মাহবুব আলমগীর আলো। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, আবু নাসের, এড. রবিউল হাছান পলাশ, শাহ্ জাফর উল্যাহ রাসেল, কামরুজ্জামান হাফিজ, ভিপি জসিম উদ্দিন, জেলা ওলামাদলের যুগ্ম আহŸায়ক ও বেগমগঞ্জ উপজেলা ওলামা দলের আহŸায়ক মাওলানা আবদুল আলী, বেগমগঞ্জ উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাকছুদুর রহমান নাদিমসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। জুলাই-আগস্টের শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
You cannot copy content of this page