
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা মুহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক উপজেলা সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক একরামুল হক মিলন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহŸায়ক ফজলুল কবির ফয়সল, বসুরহাট পৌরসভা যুবদলের আহŸায়ক ওবায়দুল হক রাফেল, পৌরসভা যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দূঃসময়ের কাÐারী, জুলাই আন্দোলনের অন্যতম নেতা নোয়াখালী-৫ আসনে মুহাম্মদ ফখরুল ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল পরিকল্পিত ও যড়যন্ত্রমূলকভাবে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে সকালে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বসুরহাট মেট্রো টাওয়ারে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ার মাহফিল শেষে মো. ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা দলের উদ্যোগে পৃথক একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি মেট্রো টাওয়ার থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর প্রতিবাদ সভা করা হয়।
উল্লেখ্য গত ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিতে আলমগীর শেখ নামক একজন নিহত হয়। সে ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ও নোয়াখালী-৫ আসনের বিএনপির এমপি প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামকে আসামী করা হয়। মামলা নং: ৫৮(৯)২৫। মামলায় মুহাম্মদ ফখরুল ইসলামকে ২৯৭নং আসামী এবং নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক নুরুল আলম শিকদারকে ২৯৬ নং আসামী করা হয়।
এঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা সেগুন বাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনায়তনে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে জরুরী সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নোয়াখালী জেলা বিএনপির আহŸায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আলহাজ ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। নোয়াখালী বিএনপির পক্ষ থেকে এ হত্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালীর জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক কামাল উদ্দিন প্রমুখ।
You cannot copy content of this page