স্টাফ রিপোর্টার ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালী সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৯ মে বুধবার। বেসরকারি ফলাফলে জয়ী ব্যক্তিদের তিনজনই আওয়ামী লীগের নেতা।
বুধবার (২৯ মে) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আখিনুর জাহান নীলা। এর আগে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান আনারস প্রতীকে ৪৭৫৯০ ভোট পেয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থক এম এইচ শওকত রেজা চৌধুরী আরমান কাপ পিরিচ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৬৭৭৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে জেলা যুবলীগ নেতা ইয়াসিন আলম রকি ৫২৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান চশমা প্রতীকে পেয়েছেন ৫০৯৫৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে তৃতীয়বার নির্বাচিত হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নিলুফা মোমিন কলস মার্কায় তিনি পেয়েছেন ৪৫৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মিসেস শাহীন আক্তার সেলাই মেশিন মার্কায় পেয়েছেন ৪৩৭৫৬। অপরপ্রার্থী জান্নাতুল ফেরদৌস মুক্তা ফুলবল মার্কায় পেয়েছেন ৪০৪৮২ ভোট।
You cannot copy content of this page