বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার, ভাইস-চেয়ারম্যান নূর হোসেন মাসুদ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী
স্টাফ রিপোর্টার ঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ শাহেদ শাহরিয়ার, তিনি দোয়াত কলম মার্কায় ৩৬৬৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব সাকাওয়াত হোসেন আজিম, তিনি আনারস মার্কায় ২৯৪৯৩ ভোট পেয়েছেন। অন্যপ্রার্থীদের মধ্যে এডভোকেট আক্তারুজ্জামান আনছারী টেলিফোন মার্কায় ২০০১৬ ভোট পেয়েছেন। মোঃ সাহাব উদ্দিন মোটর সাইকেল মার্কায় ১৩৬৪০ ভোট পেয়েছেন। এ এস এম সেলিম ঘোড়া মার্কায় ৪৪১ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন নূর হোসেন মাসুদ। তিনি টিয়াপাখি মার্কায় ৩৮৯২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব নাজমুল হোসেন সিহাব চশমা মার্কায় ৩৪৫৭৪ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন মোঃ মসিউর রহমান মাইক মার্কায় পেয়েছেন ১১৩৬৮ ভোট, মোঃ মনির হোসেন টিউবয়েল মার্কায় পেয়েছেন ৮৯৮৬ ভোট, মোঃ আলা উদ্দিন তালা মার্কায় পেয়েছেন ৪৩৯১ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাজেদা আক্তার লাভলী। তিনি কলস মার্কায় ৩২৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিবি রহিমা আনজু বৈদ্যুতিক পাখা মার্কায় ২৯৩৪৬ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন আবিদা সুলতানা ঊর্মি পদ্মফুল মার্কায় ১৯১৪৭ ভোট পেয়েছেন, মাহমুদা বেগম ঝর্ণা ফুটবল মার্কায় ১৭০৫৬ ভোট পেয়েছেন।
You cannot copy content of this page