স্টাফ রিপোর্টার : একটি রাজনৈতিক গোষ্ঠি বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপ-প্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে দাবি করে নোয়াখালী জেলা বিএনপি জানিয়েছেন, দখলদার, চাঁদাবাজ, কিশোরগ্যাং, লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই। জেলায় সন্ত্রাস-চাঁদাবাজ, দখল ও লুটপাট নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে দলটির নেতারা।
রোববার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবি সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক এমপি সালাহ উদ্দিন কামরান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, আনোয়ারুল হক আনোয়ার, এডভোকেট কাজী কবির, আমিনুল ইসলাম শাহীন, শহিদুল ইসলাম কিরন, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদল সাবেক সভাপতি নোমান, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page