স্টাফ রিপোর্টার ঃ এপেক্সিয়ান আমিরুল বাসার মান্নার ব্যক্তিগত অনুদানে এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে তিনজন অসহায় ব্যক্তির মাঝে ঘর মেরামতের জন্য টিন প্রদান করা হয়।
গত বুধবার টিন বিতরণ কালে উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি এপে. মোহাম্মদ তিতুমির, অতীত সভাপতি (এপেক্স বার্তা এ্যাডিটর, এপেক্স বাংলাদেশ-২০২৩) এপে. ইয়াছিন সুমন, ক্লাব সেক্রেটারি এপে. মঞ্জুরুল হাসান, সার্ভিস ডিরেক্টর, এপে শহিদুল ইসলাম সবুজ ও এপে. আমিরুল বাসার মান্না (সভাপতি, বৃহত্তর নোয়াখালী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি )।
You cannot copy content of this page