স্টাফ রিপোর্টার ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা অসহায় নারী শারমিন আক্তার নিপুর ওপর একই ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে হামলা করা হয়েছে। এ ঘটনায় নিপু যুবলীগ নেতা মাইন উদ্দিনের ভাই আলা উদ্দিনকে প্রধান আসামী ও মাইন উদ্দিনকে ২য় আসামী করে ৯জনকে বিবাদী করে রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। বিবাদীরা হলো- আলাউদ্দিন, মাইন উদ্দিন, নিরব, লাকী, শিরি, ঝুলী, শিল্পী, তমা ও শিল্পী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় বাদী নিপুর বশত বাড়িতে পাশ্ববর্তী বাড়ির প্রভাবশালী মাইন উদ্দিন ও আলাউদ্দিনের নেতৃত্বে হামলা চালায়। এসময় বিবাদীরা একতাবদ্ধ হয়ে লাটিসোটা, লোহার রড, ধারালো কিরিচ ও চাপাতিসহ ঘরে ঢুকে অতর্কিতভাবে এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে এবং নিপুর কাপড় চোপড় টানা হেঁছড়া করিয়া উলঙ্গ করিয়া লজ্জাস্থানে লাথি মেরে রক্তপাত করে। বাদীর মাথার চুল কেটে দেয়। বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, ১নং স্বাক্ষী আমার মা সুমি আক্তার আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করে। এসময় বিবাদীরা বাদীর কানের দুল, গলার হার ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিপুকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে নিপু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মাইন উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবদুর রাজ্জাক সাংবাদিককে বলেছেন তদন্তকরে আইনগত ব্যবস্থা নিবেন।
You cannot copy content of this page