ফেনী সংবাদদাতা ঃ ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এমরান পৌর এলাকার বাউরপাথর গ্রামের আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ২০১৫ সালে প্রতিবেশী লিজা আক্তার নামে ৬ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জেল খেটে ২০২১ সালে জামিনে ছাড়া পান এমরান। তারপর থেকে হতাশায় ভুগছিলেন।
স্থানীয়দের ধারণা, এমরান হোসেন মানসিক হতাশাগ্রস্ত হয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ৪-৫ দিন আগে আত্মহত্যা করেছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিত্যক্ত ঘরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।। ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এমরান পৌর এলাকার বাউরপাথর গ্রামের আবুল কাশেমের ছেলে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ২০১৫ সালে প্রতিবেশী লিজা আক্তার নামে ৬ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জেল খেটে ২০২১ সালে জামিনে ছাড়া পান এমরান। তারপর থেকে হতাশায় ভুগছিলেন।
স্থানীয়দের ধারণা, এমরান হোসেন মানসিক হতাশাগ্রস্ত হয়ে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ৪-৫ দিন আগে আত্মহত্যা করেছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিত্যক্ত ঘরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
You cannot copy content of this page