স্টাফ রিপোর্টার ঃ গত ২৯ মে সাগরিকা লার্নিং এন্ড রির্সাচ সেন্টারে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী পর্ষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা ও আলোচনা সভাকালে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আয়ুব খান, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ শাহী নেওয়াজ, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ আবদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সভাপতি বাবু দিলীপ চন্দ্র দাস, উপদেষ্টা মোহাম্মদ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় কার্যকরী পর্ষদ ও সাধারণ পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সকলকে সাগরিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। উল্লেখ্য প্রতি ৩ বছর অন্তর কার্যকরী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।
You cannot copy content of this page